সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলামের জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার ( ২১ অক্টোবর) কাঞ্চন পৌরসভার শীতলক্ষ্যা রিসোর্স সেন্টারে কাঞ্চন পৌর পরিষদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কাঞ্চন পৌরসভার মেয়রের স্ত্রী রুবিনা রহমান লাকি, কাউন্সিলর পনির হোসেন,হোসেন মিয়া,মাইনউদ্দিন, জামাল হোসেন, আবু নাঈম,মফিকুল ইসলাম খান,রোকন মিয়া, আইয়ুব খাঁন, আমজাদ হোসেন, মিনারা বেগম,সাথিয়া আক্তার ডলি, শামসুর নাহার,রূপগঞ্জ উপজেলা যুবলীগের সহ সভাপতি আলহাজ্ব রমজান আলী, গ্রিন সেভেন ইন্টারন্যাশনালের পরিচালক আল-আমিন মাসুদ, রূপগঞ্জ উপজেলা দলিল লিখক ও শিক্ষানুরাগী ছালাউদ্দিন মোল্লা প্রমুখ। পরে ঢাকার ও স্থানীয় শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।