কাঞ্চন পৌরসভার মেয়র আবুল বাশার বাদশা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার মেয়র বিএনপি নেতা আবুল বাশারকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে নাশকতার আশংকায় নারায়ণগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌর বিএনপির সহ-সভাপতি সালাউদ্দিন, জামপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক লুৎফর মেম্বার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সামছুক হক সরকার, পৌর বিএনপি নেতা আলমগীর, সোনারগাঁ থানা ছাত্রদল নেতা ওমর ফারুক, সোহেল।
নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিএসবি) সরাফত উল্লাহ জানান, নাশকতা ও পুলিশের উপর হামলার অভিযোগে সোনারগাঁয়ে ১০ জন ও রুপগঞ্জে ১ জনসহ মোট ১১ জনকে আটক করা হয়েছে।