আজ রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন

রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভূইয়াপাড়া সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকালে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম। এসময় কাউন্সিলর মফিকুল ইসলাম খান সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শেষে বিশেষ মোনাজাত করেন।

প্রসঙ্গত , নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের প্রচেষ্টায় কাঞ্চন পৌরসভার রাস্তা ঘাটের ব্যাপক উন্নয়ন হয়েছে। নতুন সড়ক নির্মাণ হচ্ছে। কাচা সড়ক পাকা হচ্ছে।