আজ শুক্রবার, ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু, চালক আহত

নিজস্ব প্রতিবেদক: রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবি রহমান (৫৫) নামের এক পথচারী মারা গিয়েছেন। আহত হয়েছেন মোটরসাইকেল চালক। যিনি মারা গিয়েছেন তিনি কানে কম শুনতো । মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার চৌধুরীপাড়া জামে মসজিদ সংলগ্ন চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত আবি রহমান চৌধুরীপাড়া এলাকার মৃত তাহের আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান , নুর হোসেনের ছেলে ইনান (১২) স্বাভাবিক গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। চাঁনটেক্সটাইল-ছনপাড়া সড়ক সংস্কার কাজ চলছে। মোটরসাইকেল চালক হন দিয়েছেন কিন্তু লোকটি হন শুনতে পায় নাই। পরে দুর্ঘটনা ঘটে । তিনি ঘটনাস্থলে মারা যাননি। হাসপাতালের নেওয়ার পরে তিনি মারা যান। মোটরসাইকেল চালক খুব মারাত্বক আহত হয়েছেন। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। চালকের পরিবারের পক্ষ থেকে মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছেন।

মোটরসাইকেলটি ভোলাব ফাঁড়ির ইনচার্জ সানোয়ার হোসেন জব্দ করে থানায় সোপর্দ করেন।

এলাকাবাসী জানান,আবি রকমান আসর নামায শেষে বাড়ী ফেরার পথে রাস্তা পারাপারের সময় এই এক্সিডেন্ট হয়।