আজ রবিবার, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঞ্চনে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে হত্যার হুমকি


নিজস্ব প্রতিবেদক:
রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক (১) দেওয়ান নবীউর রহমান (৪০) কে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসী সফি ও শাহিন। মঙ্গলবার ( ২৩ মার্চ) সকাল ১০ টায় মোবাইল ফোনের মাধ্যমে তাকে হত্যার হুমকি দেয়ার খবর পাওয়া গেছে। দেওয়ান নবীউর রহমান (৪০) কাঞ্চন পৌরসভার (৪নং ওয়ার্ড) কেরাব গ্রামের মৃত দেওয়ান আঃ নূরের ছেলে।
মঙ্গলবার দেওয়ান নবীউর রহমান সংবাদচর্চা বলেন, সকাল ১০ টায় মোবাইলের মাধ্যমে ও ফেসবুক স্ট্যাটাসের কমেন্টের মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেয় মেয়র রফিকের ছোট ভাই সন্ত্রাসী সফি ও মেয়রের পিএস ভাগিনা শাহিন হোসেন। পূর্বেও আমাকে মেরে ফেলার জন্য কেরাব মোড়ে সন্ত্রাসী সফি সহ তার দেহরক্ষি নজরুল,শরিফ,আতিকুর,লোয়া শাহিন অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে আমাকে না পেয়ে আমার বন্ধু গোলাম রসুল কলি ভাইয়ের ভাতিজা আবুল খায়েরকে উপযুপরি লোহার পাইপ দিয়ে পিটায়ে বাম পায়ের হাড় ভেঙ্গে ফেলে। আমি মাননীয় বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর বীরপ্রতীক মহোদয় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি, এই সন্ত্রাসী সফি হত্যা, জবর দখল, মাদক সম্রাট। রমজান মাসে সামসুন্নাহার নেত্রীর মেধাবী ছেলে রাসেলকে নেত্রীর সামনে গুলি ও কুপিয়ে হত্যা করে। কাঞ্চন ব্রীজের সামনে ট্রাক ড্রাইভারকে গুলি করে হত্যা করে। কিছু দিন আগে কাঞ্চন বাজারের গ্যাস ব্যবসায়ী সাইফুলকে কুপিয়ে মুমূর্ষ অবস্থায় বাজারে ফেলে যায়। আমি আমার প্রানের নিরাপত্তা চাই।আমার পরিবার আজ হুমকির মুখে। অবিলম্বে সন্ত্রাসী সফি ও তার ভাগিনা শাহিনকে গ্রেফতারের দাবী জানাই। এব্যাপারে থানায় অভিযোগ প্রক্রিয়াধীন।