আজ মঙ্গলবার, ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কাঞ্চনে জাতীয় শোক দিবস পালিত

সংবাদচর্চা রিপোর্ট: রূপগঞ্জ উপজেলার কাঞ্চনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । শনিবার (১৫ আগস্ট) সকালে কাঞ্চন পৌর আওয়ামী লীগ ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কাঞ্চন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম রসূল কলির সঞ্চালনায় জাতীয় শোক সভায় বক্তব্য রাখেন গাজী গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্প উদ্যোক্তা বিসিবি ও যমুনা ব্যাংকের পরিচালক গাজী গোলাম মর্তুজা পাপ্পা, কাঞ্চন পৌর মেয়র আলহাজ্ব রফিকুল ইসলাম ,নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জি. শেখ সাইফুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মো: এমায়েত হোসেন, মো: আমির হোসেন মেম্বার। এসময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল ভুঁইয়া, কাঞ্চন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মো: মিলন মিয়া, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রবিউল আলম, সাংগঠনিক সম্পাদক নবীউল হাসান শান্ত, কাঞ্চন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল রহমান লিটু সহ অনেকে। পরে ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।