নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন রাণীপুড়া এলাকার করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।
৩ মে রাণীপুরা মাদ্রাসাতুল কোরআন ওয়ার সুন্নাহ আলীম মাদ্রাসার মাঠে দেওয়ান সাহাজদ্দিন সমাজ কর্লান ফাউন্ডেশন এর উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দেওয়ান সাহজদ্দিন ফাউন্ডেশেন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি দেওয়ান জাকির উদ্দিন, রাণপিুরা ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জামান মিয়া, দেওয়ান মকবুল হোসেন, রিদয় হাসান আনবির, কবির হোসেন প্রমুখ। পরে কাঞ্চন রাণীপুরা এলাকার প্রায় পাচশত অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়।
বিতরণি অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি জাকির উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে এই করোনা মহামারিতে কাঞ্চন পৌরসভার প্রতিটি ওয়ার্ডে অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ বিতরন কর্মসুচি অব্যাহত থাকবে।