টি.আই.আরিফ
নারায়ণগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ টুটুলকে রূপগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল তারাব পৌরসভার বরাব এলাকায় বিএনপি নেতাকর্মীরা তাকে এই সংবর্ধনা দেন। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক আলহাজ্ব নাসির উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহাবুবুর রহমান, যুবদল নেতা এড. আমিনুল ইসলাম, কাজী মাছুম, কাজী আহাদ প্রমুখ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শরিফ আহমেদ টুটুল বলেন, কাজী মনির সাহেব আমাদের মুরুব্বি। আমি কাজী মনির সাহেবের সাথে আছি এবং থাকবো। আগামী নির্বাচনে কাজী মনির সাহেব বিএনপির মনোনয়ন পাবেন।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান বলেন, আমরা হারতে জানি না। টুটুল আমাদের লোক। আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করবো।