আজ শনিবার, ১২ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বেনাপোল কাগজ পুকুর মোড় থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আটক-১

কাগজ পুকুর মোড়

কাগজ পুকুর মোড়

মোঃ রাসেল ইসলাম, বেনাপোল প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর মোড় থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ আরিফ হাসান (১৮) নামে একজন মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।শুক্রবার বিকাল ৫ টার সময় কাগজ পুকুর মোড় থেকে গাঁজাসহ আরিফ হাসানকে আটক করা হয়।সে বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর গ্রামের নুরইসলামের ছেলে।

বিজিবি জানায়, গোপন সূত্রে খবর আসে মাদক চোরাচালানীরা বিপুল পরিমান গাঁজা নিয়ে বেনাপোল কাগজ পুকুর মোড়ে অবস্থান করছে।। এ ধরনের সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে আরিফ হাসন নামে একজন মাদক পাচারকারী ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

বিজিবির ক্যাম্প কমান্ডার বলেন, ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা সহ আরিফ হাসানকে আটকের বিষয়টি নিশ্চিত করে। উদ্ধারকৃত গাঁজা ও আসামী আরিফ হাসানকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।