সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সেক্রেটারী সাইফউদ্দিন আহমেদ দুলাল প্রধানকে গ্রেফতার করা হয়েছে।
১ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে ডিবির একটি টিম আটক করে। ওই সময়ে দুলাল সহ ৬জনকে গ্রেফতার করা হয় যাদের সঙ্গে ফেনসিডিল সহ মাদক পাওয়া গেছে। তবে তাৎক্ষনিক ডিবি এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন।
নারায়ণগঞ্জ ডিবির এস আই জলিল মাতবর জানান, সন্ধ্যায় নবীগঞ্জ খেয়াঘাট এলাকা থেকে দুলাল প্রধান সহ ৬জনকে আটক করা হয়েছে। তাদের দেহ তল্লাশী করে ফেনসিডিল ও মাদক পাওয়া গেছে। তাদের নিয়ে আরো অভিযান চলবে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার (ডিবি’র) পরিদর্শক এনামুল জানান, কাউন্সিলর দুলাল প্রধানকে আটক করা হয়েছে। তবে এই বিষয়ে বিস্তারিত বলা যাচ্ছে না।
পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) সাজ্জাদ রোমানের সাথে যোগাযোগ করলে তিনি দৈনিক সংবাদচর্চাকে বলেন কাউন্সিলর দুলাল প্রধানকে আটকের পর বিভিন্ন স্থানে তাকে নিয়ে অভিযান পরিচালনা করা হচ্ছে। এই বিষয়ে আগামীকাল শুক্রবার সাংবাদিক সম্মেলন করা হবে।
উল্লেখ্য ধারণা করা হচ্ছে প্রায় ৫০ পিছ ফেনসিডিল সহ কিছু টাকা উদ্ধার করা হয়েছে আসামীদের কাছ থেকে।