আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউন্সিলর খোরশেদের জন্মদিন

নিজস্ব প্রতিবেদক:

আজ ২৩ জানুয়ারি নাসিকের চার বারের নির্বাচিত কাউন্সিলার ও রাজনৈতিক কর্মী মাকছুদুল আলম খন্দকারের ৪৭ তম জন্মদিন। এ উপলক্ষে তিনি বিগত দিনগুলিতে প্রাপ্ত সমর্থন ও ভালবাসার জন্য সন্মানিত নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন আগামী দিনেও আমি দল-মত,জাতি-ধর্ম নির্বিশেষে নারায়ণগঞ্জবাসীর দোয়া,সমর্থন ও ভালবাসা কামনা করি।

খোরশেদ আরো বলেন, তৃণমূলের একজন জনপ্রতিনিধি হিসাবে মহান আল্লাহ তায়ালার রহমতে যতদিন বেচে থাকি ততদিন একটি বাসযোগ্য ও মানবিক মহানগরী গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখবো।কোন রক্ত চক্ষুকে পরোয়া করবো না। নিজের যে কোন ত্যাগের বিনিময়ে হলেও জনগনের দেয়া ভোটের মর্যাদা রক্ষা করতে একটি বাসযোগ্য আধুনিক ও মানবিক নারায়নগঞ্জ গড়তে কোন আপোষ করবো না ইনশাআল্লাহ।

তিনি বলেন, কোন ষড়যন্ত্রই আমাকে শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। আমি গনতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে সর্বদা প্রস্তুত।