আজ শনিবার, ১৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১লা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

কাউন্সিলর ইকবালের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার বাড়ী ভাঙচুরের অভিযোগ

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা ইকবাল হোসেনের বিরুদ্ধে এক মুক্তিযোদ্ধার বাড়ী ভাঙচুরের অভিযোগ উঠেছে। সিটি কর্পোরেশনের ম্যাপে না থাকা সত্ত্বেও পূর্ব নোটিশ ছাড়াই রাস্তা নির্মাণের নামে গায়ের জোরে বাড়ীর দেয়াল ভাঙচুর করা হয়। এ ঘটনায় বাড়ীর মালিক মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন সিটি কর্পোরেশনের মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। ঘটনা তদন্ত করতে ৬ নভেম্বর সিটি কর্পোরেশনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করবেন বলে জানায় অভিযোগকারী।

জানা গেছে, ২নং ওয়ার্ডের সাহেবপাড়া এলাকায় বাড়ীঘর নির্মাণ করে বিগত ১৯৮৫ সাল থেকে বসবাস করে আসছেন মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন। সিটি কর্পোরেশনের মেপে রাস্তা নির্মাণ না থাকা সত্তেও ওয়ার্ড কাউন্সিলর যুবদল নেতা ইকবাল হোসেন রাস্তা নির্মাণের কথা বলে জোর করে গিয়াস উদ্দিনের বাড়ীর দেয়াল ভেঙ্গে ফেলে গত বৃহস্পতিবার। এ ভাঙচুরের ঘটনায় বাড়ীল মালিক সিটি কর্পোরেশনের মেয়র বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে মেয়রের নির্দেশে ঘটনা তদন্ত করতে রোববার সিটি কর্পোরেশনের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করার কথা রয়েছে.

অভিযোগ উঠেছে, কাউন্সিলর নির্বাচিত হয়ে ইকবাল জনসেবা করার পরিবর্তে জনগণের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করেছে। আলোচিত ৭ হত্যা মামলার এজাহার নামীয় আসামি করা হয়েছিল এই ইকবালকে। পরে পুলিশ তদন্তে তার নাম মামলা থেকে বাদ পড়ে। ইকবাল এলাকায় সন্ত্রাসী হিসেবে পরিচিত। যুবদল নেতা এই ইকবালের বিরুদ্ধে রয়েছে নানা অভিযোগ। অন্যের জমি দখল চাঁদাবাজি তার নেশা। মাদক ব্যবসায়ীদের শেল্টার দাতা হিসেবেও পরিজিত রয়েছে তার।

অভিযোগ অস্বীকার করে এ বিষয়ে কাউন্সিলর ইকবাল হোসেন জানান, জনস্বার্থে রাস্তা নির্মাণের জন্য গিয়াস উদ্দিনের বাড়ীর দেয়াল ভাঙ্গা হয়েছে। তিনি ৩০ বছর ধরে রাস্তাটি দখল করে রেখেছেন। একজন ব্যক্তিস্বার্থের জন্য শত শত মানুষের দূর্ভোগ হতে পারে না।