রূপগঞ্জ প্রতিনিধি
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার পথে গতকাল শনিবার দুপুরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার সফর সঙ্গীরা কাঁচপুর পয়েন্টে ১৫ মিনিট আটকে যান। বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ১৬ হাজার নেতাকর্মী কাঁচপুর পয়েন্টে অবস্থান নেন। খালেদা জিয়ার গাড়ি বহরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ৮০ ফুট লম্বা ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড হাতে নিয়ে বিএনপির চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান। এ সময় লম্বা ব্যানারে আটকে যান খালেদা জিয়ার গাড়ি। তখন হাজার হাজার নেতাকর্মী খালেদা জিয়ার গাড়িবহরকে ঘিরে রাখলে নেতাকর্মীদের হাত নেড়ে খালেদা জিয়া শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এতে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয়ে শ্লোগান দেন। এ সময় উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুসহ খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার, রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, জেলা স্বেচ্ছাসেবকদল নেতা সালাহউদ্দিন দেওয়ান, জেলা ছাত্রদল নেতা ইসমাইল মামুন, নাহিদ হাসান, জেলা ওলামাদলের সভাপতি সামছুর রহমান খান বেনু, জেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি শামীম ভুঁইয়া।

