আজ শুক্রবার, ২২শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁচপুরে ২ পরিবহন চাঁদাবাজ গ্রেফতার

সোনারগাঁও থানার কাঁচপুর এস ইন্টারন্যাশনাল ফিলিং স্টেশনের সামনে থেকে পরিবহনে চাঁদাবাজি করার সময় হাতেনাতে ২ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হলো মোঃ মামুন (৩২) ও মোঃ ইয়াসিন (৩০)। চাঁদাবাজদের কাছ থেকে চাঁদাবাজির নগদ ২৬ শ টাকা উদ্ধার করা হয়।

৮ জুলাই সোমবার সোয়া ১১টায় ওই অভিযান চলে জানান র‌্যাব-১১ এর অপারেশন অফিসার জসিম উদ্দীন চৌধুরী এ তথ্য জানান।

তিনি জানান, স্থানীয় ব্যবসায়ী ও গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে সোনারগাঁও থানাধীন কাঁচপুর মোড় এলকায় রাস্তায় চলাচলরত বাস, ট্রাক, সিএনজি, অটোরিক্সা চালকদের কাছ থেকে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করে জোরপূর্বক গাড়ী প্রতি ৫০ থেকে ৩শ টাকা করে চাঁদা আদায় করে আসছে। কোন বাস, ট্রাক, সিএনজি ও অটোরিক্সা চালক চাঁদা দিতে অস্বীকার করলে তাদের মারধর সহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। গ্রেফতারকৃত মোঃ মামুন ও মোঃ ইয়াছিন উক্ত চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য।