আজ শুক্রবার, ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কাঁচপুরে রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন উদ্বোধন

সোনারগাঁ উপজেলার কাঁচপুরে কন্ডোমিনিয়াম প্রজেক্ট “রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন” উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারী) দুপুরে উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- রাকিন ডেভেলপমেন্ট কোম্পানী (বিডি) লিমিটেডের চিফ অপারেটিং অফিসার লে. কর্ণেল (অব.) জহুরুল ইসলাম পিএসসি, চিফ ফিনান্সিয়াল অফিসার গিরিশ, জৈষ্ঠ্য মহাব্যবস্থাপক (সেলস) এসএম শাকিল সারোয়ার-সহ বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

মালয়েশিয়া, সিঙ্গাপুর ও দুবাইয়ের কনডোমিনিয়াম প্রকল্প পর্যবেক্ষন করে ও নাগরিক সুযোগ-সুবিধা যাচাই-বাছাই করে ১ শত ২০ বিঘা জমিতে নির্মিত হচ্ছে এই “রাকিন ট্র্যাঙ্কুয়েল টাউন”। দেশের শীর্ষ স্থানীয় আবাসন প্রতিষ্ঠান রাকিন ডেভেলপমেন্ট কোম্পানীর (বিডি) ব্যবস্থাপনা পরিচালক এসএকে একামুজ্জামান এই টাউনের উদ্বাধন করেন।