আজ সোমবার, ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা মোকাবেলায় দায়িত্ব পালনে দুই ম্যাজিস্ট্রেট আক্রান্ত

নবকুমার:

নারায়ণগঞ্জে করোনাভাইরাস মহামারী রূপ নিয়েছে। প্রাণঘাতী করোনাভাইরাসের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ করছে সরকার। করোনা দুর্যোগে সরকারে নির্দেশনা বাস্তবায়ন , ঘরে ঘরে খাদ্য পৌছে দেওয়া, বাজার মনিটরিং , জনগণকে সচেতন, করোনা আক্রান্ত রোগীর বাড়ীর লকডাউন করা সহ যাবতীয় কাজ নারায়ণগঞ্জ প্রশাসন নিষ্ঠার সঙ্গে পালন করছে। আর করোনা পরিস্থিতি মোকাবেলায় দায়িত্ব পালন করতে গিয়ে অদৃশ্য দানব করোনায় ভাইরাসে আক্রান্ত হয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের দুই জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা হলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (জেলা ই- সেবা কেন্দ্র) তানিয়া তাবাসসুম, সহকারী কমিশনার (গোপনীয় শাখা, সাধারণ শাখা, ব্যবসা বানিজ্য শাখা, লাইব্রেরী শাখা) আব্দুল মতিন খান। তারা দুইজন অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তানিয়া তাবাসসুমের স্বামী ও তার পরিবারের আরো একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার বাসা ঢাকার বাসাবো এলাকায় । সেখানে তিনি কোয়ারেন্টাইনে রয়েছেন। তারা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। বিষয়টি নারায়ণগঞ্জ প্রশাসনের একটি সুত্র এই প্রতিবেদককে নিশ্চিত করেছেন। তারপরও থেমে নেই নারায়ণগঞ্জের প্রশাসন ,ডাক্তার ,নার্স ও জনপ্রতিনিধিনবৃন্দ। রূপগঞ্জ ,আড়াইহাজার, সোনারগাঁ, বন্দরসহ প্রত্যেকটা উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা ভাইরাস মোকাবেলায় খুবই তৎপর রয়েছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে অদৃশ্য দানবের বিরুদ্ধে লড়াই করছে। মানুষের ঘরে ঘরে খাদ্য পৌছে দিচ্ছে। করোনা পরীক্ষার নমুনা সংগ্রহে ডাক্তারদের সহযোগিতা করছে। করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির দাফনের ব্যবস্থা করছে। প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী সহ স্থানীয় জনপ্রতিনিধি, সমাজের বিত্তবানদের ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বন্টন হচ্ছে। করোনাভাইরাস প্রতিরোধে আতঙ্কিত না হয়ে সবাইকে ঘরে থাকতে অনুরোধ করেছে জেলা  এবং উপজেলা প্রশাসন।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের একজন কর্মচারী করোনায় মৃত্যুবরণ করেছে। পুলিশ সুপারের গাড়ি চালক এবং জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ ইমতিয়াজের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নারায়ণগঞ্জে শেষ খবর পাওয়া পর্যন্ত ৩০১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তার মধ্যে রূপগঞ্জের রয়েছে ৫ জন। মৃত্যুবরণ করেছে ২৪ জন।