রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধ ও পরিচ্ছন্ন শহর গড়ার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে পৌরসভা কার্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি ও তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী। এতে বিভিন্ন মসজিদের ইমাম, জনপ্রতিনিধি, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় হাছিনা গাজী বলেন , তারাব পৌরসভা দিন দিন আধুনিক রূপের নগরী হচ্ছে । এই শহর পরিস্কার রাখার দায়িত্ব শুধু মেয়র বা কাউন্সিলরের একার নয়। এটা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। পরিস্কার থাকা ইমানের অঙ্গ। এটা সব ধর্মে বলা আছে। ইমামদের সেই বাণী সবার মাঝে তুলে ধরতে হবে। বিশেষ করে শুক্রবার জুমার নামাজের আগে বাড়ীর মালিকদের পানির ট্যাংক বাসার ছাদ পরিস্কার করার কথা স্মরণ করে দিতে হবে।
তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই। করোনা ভাইরাস মোকাবেলায় সরকার পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে। এই ভাইরাস বেশিদিন থাকে না। বেশিরভাগেই চিকিৎসা নিয়ে ভালো হয়ে যায়। কেউ আতংক ছড়াবেন না। করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে আমাদের পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে। নিয়মিত ভালোভাবে হাতের বিভিন্ন অংশ পরিস্কার রাখতে হবে। বেশী করে পানি পান করতে হবে। অহেতুক ঘুরাঘুরি করা যাবে না। বিদেশ থেকে কেউ দেশে ফিরলে অবশ্যই তাকে কমপক্ষে ১8দিন ঘুরাঘুরি থেকে বিরত থাকতে হবে। কেউ আক্রান্ত হয়েছে মনে হলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্সে অবহিত করবেন।
হাছিনা গাজী আরো বলেন, আসন্ন বর্ষা মৌসুমে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধের জন্য প্রতিটি ওয়ার্ডে আমাদের মশক নিধন কর্মীদের নিয়ে অভিযান পরিচালনা হচ্ছে ।
সভায় করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে দোয়া পড়ে বিশেষ মোনাজাত করা হয়। এসময় উপস্থিত ছিলেন তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,কাউন্সিলর আনোয়ার হোসেন, আমির হোসেন, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, সচিব তাজুল ইসলাম, মাওলানা ওবায়দুল হক প্রমুখ । পরে সকলের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন হাছিনা গাজী।

