আজ মঙ্গলবার, ১৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

করোনা ও ডেঙ্গু নিয়ে সিভিল সার্জনের ওরিয়েন্টেশন সভা

সংবাদচর্চা অনলাইনঃ

কোভিড-১৯ ও ডেঙ্গু নিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করেছে নারায়ণগঞ্জ সিভিল সার্জন

বুধবার ৬ই জানুয়ারী সকাল সাড়ে ১০টার দিকে এ অনুষ্ঠানের করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডিজি হেলথ স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর প্রধান ডা. আব্দুল আজিজ।

অনুষ্ঠানে ভোকাল পার্সন হিসেবে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম ও প্রোগ্রাম ডিজাইন করেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজার হ্যাপি নাথ ত্রিপুরা।

এসময় উপস্থিত ছিলেন, নিউজ টুয়েন্টিফোর টিভি ও দৈনিক কালের কন্ঠ নারায়ণগঞ্জ প্রতিনিধি দিলীপ কুমার মন্ডল, প্রথম আলোর প্রতিনিধি মজিবুল হক পলাশ, সময় টিভির সৈকত, দৈনিক সংবাদচর্চার প্রকাশক ও সম্পাদক মূন্না খাঁন,  বৈশাখী টিভির রফিকুল হাসান, এশিয়ান টিভির হাবিবুর রহমান, বিটিভির একেএম মাহফুজুর রহমান, দৈনিক মানবকন্ঠের নাহিদ আজাদ, অগ্রবানি প্রতিদিনের উত্তম সাহা, দৈনিক আমার সময়ের শফিকুল ইসলাম আরজু, বাংলা সংবাদের শাহাদাৎ হোসেন ভূঁইয়া প্রমূখ।