সংবাদচর্চা রিপোর্ট:
পুলিশ কনস্টেবল সানোয়ার হোসেন। নারায়ণগঞ্জ জেলার এমটি শাখায় কর্মরত। গত ১৫ এপ্রিল তার শরীরে কোভিড-১৯ সনাক্ত হয়। চিকিৎসার জন্য ভর্তি করা হয় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম তার চিকিৎসার বিষয়ে সবসময় খোঁজ নিচ্ছেন এবং প্রয়োজনীয় সহযোগিতা করে যাচ্ছেন। তার শারীরিক অবস্থা ভাল। তার পরিবার কিছুটা উদ্বিগ্ন ছিলেন। ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান তার পরিবারের সাথে যোগাযোগ করে কুশলাদি বিনিময় করেন। তার পরিবার গ্রামের বাড়ি ধামরাই থানাধীন বালিয়াতে অবস্থান করছেন। রেঞ্জ ডিআইজির পক্ষ থেকে তার পরিবারের নিকট শুভেচ্ছা উপহার পৌঁছে দেয়া হয়েছে। উপহার পেয়ে তার পরিবার ঢাকা রেঞ্জ ডিআইজি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। ঢাকা রেঞ্জের করোনা আক্রান্ত প্রতিটি পুলিশ সদস্যদের এবং তাদের পরিবারের সাথে ঢাকা রেঞ্জ কার্যালয় থেকে প্রতিনিয়ত খোঁজ নেয়া হচ্ছে। নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে ঢাকা রেঞ্জের ডিআইজিকে এমন মহতি উদ্যোগ গ্রহণ করে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি করার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা।