সংবাদচর্চা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার চনপাড়ায় ২ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তারা হলেন জুলমত আলীর ছেলে শহীদ আলী, মৃত মইনউদ্দিনের স্ত্রী মমতাজ। শুক্রবার ( ১ মে) এ তথ্য সংবাদচর্চাকে নিশ্চিত করেছেন রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সাইদ আল মামুন। রোগীদের আইসোলেশনে রাখা হয়েছে।
এদিকে রূপগঞ্জের সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা চনপাড়া। এখানে করোনা রোগী শনাক্ত হওয়া করোনাভাইরাসের মহামারি হওয়ার আশঙ্কা রয়েছে। এখন যদি চনপাড়াবাসী সরকার এবং উপজেলা প্রশাসনের নির্দেশনা না মেনে চলে তাহলে তাদের অদৃশ্য দানব করোনাভাইরাস থেকে রক্ষা করা যাবে না। তাই এখন সময় আছে চনপাড়াবাসী সাবধান হও। ঘরে অবস্থান করো। সামাজিক দূরত্ব মেনে চলো।