আজ শনিবার, ১৩ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

করোনায় বাড়ী ভাড়া মওকুফ করলেন ছাত্রলীগ সভাপতি

সংবাদচর্চা রিপোর্ট:

করোনা দুর্যোগে ভাড়াটিয়াদের দুই মাসের বাড়ি ভাড়া মওকুফ করে দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়সাল আলম শিকদার। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের পাচাইখাঁ গ্রামে  নিজ বাড়ীতে ভাড়াটিয়াদের ডেকে তিনি এ ঘোষণা দেন। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে ও মানবিক বিবেচনায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। শুধু বাড়ি ভাড়া নয় সাথে গ্যাস, বিদ্যুত , পানি বিল মওকুফ করে দিয়েছেন ছাত্রলীগের এই নেতা । তিনি একটি ভাড়া মওকুফের নোর্টিশ সাটিয়ে দিয়েছেন।

এব্যাপারে ফয়সাল আলম সিকদার বলেন, করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারি আকার ধারণ করেছে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে । এই ভাইরাসে নারায়ণগঞ্জের ৩ জন আক্রান্ত হয়েছে। সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। কর্মজীবী মানুষ তার কর্মস্থলে যেতে পারছেনা। তাই আমি এ দেশের একজন নাগরিক হিসেবে আমার বাড়ীর সব ভাড়াটিয়াদের মার্চ এবং এপ্রিল মাসের ভাড়া মওকুফ করে দিলাম।