সংবাদচর্চা অনলাইনঃ
করোনা ভাইরাসে নারায়ণগঞ্জ জেলায় গত চব্বিশ ঘন্টায় নতুন করে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ১০৭ জনে। এছাড়া নতুন করে আরও ১১৩ জন করোনা সনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় মোট ৪ হাজার ৬৪৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় নতুন করে সুস্থ হয়েছে ১৭৪ জন।
রোববার ২১ জুন দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত চব্বিশ ঘন্টায় ১১৩ জন করোনা সনাক্ত হয়েছে।এর মধ্যে নতুন করে ৭ জন মারা গেছে। মৃত ৭ জনের ৬ জন রূপগঞ্জ উপজেলার বাসিন্দা ও একজন সদর উপজেলার ।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে সিটি কর্পোরেশন এলাকায় মারা গেছেন ৫৮ জন ও আক্রান্ত ১ হাজার ৫৮৪ জন। এই বিবেচনায় সর্বাধিক ঝুকিপূর্ণ এলাকা সিটি কর্পোরেশন হওয়ায় এই অঞ্চলটির অধিকাংশ এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। অন্যদিকে সদর উপজেলায় মারা গেছেন ২২ জন ও আক্রান্ত ১ হাজার ১৩১ জন। বন্দর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৫১ ও মারা গেছেন ৩ জন। এছাড়া আড়াইহাজারে আক্রান্ত ৪৫০ ও মারা গেছেন ৩ জন, সোনারগাঁয়ে আক্রান্ত ৩৯৯ ও মারা গেছেন ১৩ জন এবং রূপগঞ্জে মারা গেছেন ৮ জন ও ৯২৮ জন আক্রান্ত।
করোনা ভাইরাসে প্রথম আক্রান্ত দুই ব্যক্তি নারায়ণগঞ্জ শহরের বাসিন্দা ছিলেন। একইসাথে মৃত্যুর গণনা শুরু হয় গত ৩০শে মার্চ বন্দর উপজেলার থেকে।এরপর সারাদেশের সাথে এই জেলাটি লকডাউন ছিল। কিন্তু থামেনি আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা।