করোনার হটস্পট নারায়ণগঞ্জে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ১৩৭ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাড়িয়েছে ৪৯২৫ জন।
২৬ জুন শুক্রবার সকালে নারায়ণগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানানো হয়।
সূত্রটি জানায়, গত চব্বিশ ঘন্টায় ৪১৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। এদের ১৩৭ জনের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। সেই সাথে করোনায় আরও ১ জন মারা গেছে। মৃত ওই ব্যক্তি সিটি কর্পোরেশন এলাকার ২ নং ওয়ার্ড বাসিন্দা। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ১১০ জন। করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ২৪৭১ জন ।
সূত্রটি আরও জানায়, সিটি কর্পোরেশন এলাকার ১৩৪ জনের নমুনা সংগ্রহ করে ৭২ জন, সদর উপজেলার ৪৪ টি নমুনা পরীক্ষা করে ৩৭ জন, বন্দর উপজেলার ২২ টি নমুনা পরীক্ষা করে ০৪ জন এবং আড়াইহাজারে ৩০ টি নমুনা পরীক্ষা করে ৬ জন এবং সোনারগাঁ উপজেলার ১৮জন করোনা রোগী সনাক্ত হয়। এছাড়া রূপগঞ্জে ১৭৫ টি নমুনা সংগ্রহ করে নতুন কোনো করোনা রোগী পাওয়া যায়নি।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ জানান, নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় মোট ৪১৪ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৩৭ জন করোনা আক্রান্ত হয়েছে। এদের মধ্যে নগর এলাকায় ৭২ জন এবং বিভিন্ন উপজেলায় ৬৫ জন। নতুন করে মৃত্যু হয়েছে ১ জনের।