আজ সোমবার, ২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

কমিউনিটি পুলিশিং ডে সিদ্ধিরগঞ্জে শিল্প পুলিশের র‌্যালী ও সভা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
‘শিল্পখাতে উন্নতি চাই, কমিউনিটি পুলিশিং এর বিকল্প নাই’- শীর্ষক শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে। গতকাল শনিবার সকাল ৯টায় শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর উদ্যোগে সিদ্ধিরগঞ্জ পাওয়ার হাউজ থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়েছে। র‌্যালীটি নারায়ণগঞ্জ-শিমরাইল-ডেমরা সড়ক প্রদক্ষিন করে আদমজী ইপিজেডে’র শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ কর্তৃক আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেয়। শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর উপ-পরিচালক মো: ইলতুৎমিশ এর নেতৃত্বে এ র‌্যালীটি সফলভাবে অনুষ্ঠিত হয়।
শিল্প পুলিশ নারায়ণগঞ্জ-৪ এর উপ-পরিচালক মো: ইলতুৎমিশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিকলীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্প পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার মতিউর রহমান, সহকারী পুলিশ সুপার জাকির হোসেন ও পুলিশ পরিদর্শক শেখ নাসির উদ্দিন প্রমুখ।

কাউসার আহমেদ পলাশ বলেন, সমাজের সকলকে একত্রিত করে দেশের শিল্প উন্নয়নে মালিক শ্রমিক ও পুলিশকে একসাথে কাজ করতে হবে। তাহলেই কমিউনিটি পুলিশিংয়ের কার্যক্রম বাস্তবায়ন হবে। এসময় তরুন প্রজন্মের এই নেতা শিল্প পুলিশকে উদ্দেশ্য করে বলেন, আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের দরবারে এগিয়ে নিতে শিল্প পুলিশের বিকল্প নেই। কারন, একসময় প্রাচ্যের ড্যান্ডীখ্যাত এই নারায়ণগঞ্জের শিল্প-কারখানায় ভাংচুর, জ্বালাও পোড়াও করে আন্দোলন করতো এবং সামান্য কিছুতেই শ্রমিকরা রাস্তায় নেমে আসতো। এখন আর এমন উশৃঙ্খল পরিস্থিতি তেমন একটা ঘটছে না। এর মূল কারন হচ্ছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ, শিল্প পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের তৎপরতা। যার ফলে নারায়ণগঞ্জের শিল্প প্রতিষ্ঠানগুলো সমৃদ্ধ হচ্ছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। সকলের সমন্বয়ে আমাদেরকে এই ধারাকে অব্যাহত রাখতে হবে। এসময় কমিউনিটি পুলিশিংয়ের শ্রেষ্ঠ সদস্য হিসেবে কাউসার আহমেদ পলাশকে স্বীকৃতি স্বরূপ ক্রেষ্ট প্রদান করে সম্মাননা জানান নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪।