আজ মঙ্গলবার, ৮ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

‘কঠিন অবস্থাতেও আমি লড়াই করতে শিখেছি’

মার্কিন পপ তারকা টেইলর সুইফট তার মাকে উৎসর্গ করে আবারো গান গাইলেন । দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত তার মা। ‘সুই ইউ উইল গেট বেটার’ শিরোনামে গানটি ক্যান্সার আক্রান্ত মায়ের জন্য করেন তিনি। গানটির মধ্য দিয়ে নিজের অনুভূতিগুলো প্রকাশ করেছেন সুইফট। তার মায়ের ক্যান্সার চিকিৎসা ও এই পর্যায়ে কাটানো প্রতি মুহূর্তের কথা ব্যক্ত করেছেন তার এই নতুন গানের মাধ্যমে।

সুইফট বলেন, ‘এই গানের প্রতিটি শব্দ লেখা আমার জন্য বেশ কঠিন ছিল। আমার পরিবারের কথাতেই এই গানটির করেছি। তাদের প্রতি আমার অনুভূতিগুলো গানটিতে প্রকাশ করেছি।’

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘কঠিন অবস্থাতেও আমি লড়াই করতে শিখেছি। আমার বাবা-মা দু’জনই এই রোগের শিকার। আর আমার মা আবারো এই যুদ্ধ শুরু করেছেন।’ একটি ম্যাগাজিনে নিজের সম্পর্কে তিনি এই কথা উল্লেখ করেছেন। এ বিষয় নিয়ে তিনি যে বেশ চিন্তিত তাও ব্যক্ত করেছেন সুইফট। ১১ বছর আগে ‘দ্য বেস্ট ডে’ রিলিজের সময়ে তার মাকে টেইলর এই গানটি উত্সর্গ করেছিলেন।

চলতি বছরটা খুব একটা ভালো যাচ্ছে না সুইফটের। শুরুর দিকে প্রতারণার শিকার হন তিনি। তার পুরোনো গানগুলো স্বত্ব হারান। তাই পুরোনো গানগুলো নতুন করে করছেন।

সম্প্রতি মুক্তি পেয়েছে গায়িকার সপ্তম স্টুডিও অ্যালবাম ‘লাভার’। এ উপলক্ষে বিভিন্ন শহরে ঘুরে ঘুরে কনসার্ট করছেন তিনি।