স্টাফ রিপোর্টার: সাংবাদিকরা সমাজের বিবেক। দেশ ও জাতির কল্যানে সাংবাদিকরা সমাজের ভাল-মন্দ এবং সরকারের সকল উন্নয়ন মূলক কাজের সংবাদ তুলে ধরেন সংবাদ মাধ্যমে। অথচ সর্বালোচিত সাংবাদিক সাগর-রুনীসহ অসংখ্য সাংবাদিককে হত্যা, হামলা, মামলা, হুমকি এবং লাঞ্ছিত করার অনেক অপ্রত্যাশিত ঘটনা ঘটেছে এ দেশের মাটিতে। আমরা সকল গণমাধ্যম কর্মীরা এসব নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে কক্সবাজারে জাতীয় দৈনিক প্রতিদিনের সংবাদ প্রত্রিকার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসানসহ হামলা মামলার শিকার সকল সাংবাদিক সংক্রান্ত অপ্রত্যাশিত ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। বুধবার সকাল ১১টায় নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ক্লাব সংলগ্ন নবাব সলিমুল্লাহ রোডে অনুষ্ঠিত মানব বন্ধনে উল্লেখিত বক্তব্য রাখেন প্রেসক্লাব নেতৃবৃন্দসহ উপস্থিত গণমাধ্যম কর্মীরা।
অনুষ্ঠিত মানব বন্ধনে নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সভাপতি সাইফুল্লাহ্ধসঢ়; মাহমুদ টিটুর নেতৃত্বে অনলাইন নিউজ পোর্টল একুশে নিউজ.কম এর সম্পাদক সাংবাদিক এম এ মান্নান ভূঁইয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ্ধসঢ়; আল মামুন, দৈনিক বিজয় পত্রিকার সম্পাদক সাব্বির আহমেদ সেন্টু, দৈনিক রুদ্রবার্তার সম্পাদক শাহ্ধসঢ়; আলম তালুকদার, সিটি প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সেনিয়া দেওয়ান প্রীতি, অর্থ সম্পাদক সৈয়দ সিফাত আল রহমান লিংকন, দপ্তর সম্পাদক মাসুদ রানা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম আরজু, অনলাইন নিউজ পোর্টাল সময়ের চিন্তা’র সম্পাদক ও প্রকাশক সুলতান মাহমুদ, ভেজাল প্রতিরোধ নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আক্তার হোসেন, সিটি প্রেসক্লাবের কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান, রবিউল ইসলাম, জুয়েল রানা, ফটো সাংবাদিক জুয়েল আলী, দৈনিক সোজাসাপটা পত্রিকার বন্দর প্রতিনিধি শেখ আরিফ, দৈনিক জন্মভূমির ফতুল্লা প্রতিনিধি মামুন মুন্না, দৈনিক বিজয় পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি আল-মামুন বিদ্যুৎ, ফটো সাংবাদিক ইমদাদুল হক মিলন, দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার ফটো সাংবাদিক ইমরান হোসেন পিপল, প্রতিদিনের সংবাদ পত্রিকার রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি আল-আমিন মিন্টু ও সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি শাহাদাৎ হোসেন ভূঁইয়াসহ স্থানীয় ও জাতীয় গনমাধ্যমের অন্যন্য সংবাদ কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কলেজ ছাত্রীকে অপহরণ ও শ্লীলতাহানীর ঘটনায় স্থানীয় সন্ত্রাসী ও মাদক বিক্রেতা আবু বক্করের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার শীকলঘাটা ব্রীজ এলাকায় দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কক্সবাজার রামু উপজেলা প্রতিনিধি দিদারুল আলম জিসান সন্ত্রাসী হামলার শিকার হন। পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার সময় পথরোধ করে সন্ত্রাসী আবুবক্করসহ ধারালো অস্ত্র সস্ত্রে সজ্জিত কতিপয় সন্ত্রাসী জিসানের উপর এ অতর্কিত হামলা চালায় এবং উপর্যুপরি শরীরের ৮টি স্থানে ছুরিকাঘাত করে।
ঐ নর পিচাশরা লোহার রড দিয়ে জিসানকে এলোপাথাড়ি পেটায়। ওরা জিসানের চোখ উপড়ে ফেলার অপচেষ্টা চালায়। এ সময় তার কাছ থেকে লুটে নেয়া হয় মটর সাইকেল, ক্যামেরা, মোবাইলসহ নগদ টাকা। এলাকাবাসী গুরুতর আহত জিসানকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করে। পরে তার অবস্থার অবনতি হলে তাকে আল ফুয়াদ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়। বর্তমানেও তার অবস্থা আশংঙ্কাজনক রয়েছে বলে জানা গেছে। এ ব্যাপারে স্থানীয় থানায় মামলা হয়েছে। মামলায় জড়িতদের অনতি বিলম্বে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের আয়োজিত মানববন্ধনে উপস্থিত সাংবাদিকবৃন্ধ।