আজ বুধবার, ৯ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ওসমান সজিবের ‘সু নয়না’

নিজস্ব প্রতিবেদক: প্রকাশিত হয়েছে কন্ঠশিল্পী ওসমান সজিবের ‘সু নয়না’ শিরোনামের নতুন একটি গানের মিউজিক ভিডিও। গানটি লিখেছেন এমদাদ সুমন। সুর করেছেন মাসুন। সংগীত পরিচালনা করেছেন জনি। মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে সিডি চয়েস মিউজিক থেকে।

এরইমধ্যে শ্রোতাদের কাছ থেকে গানটির জন্য বেশ সাড়া পাচ্ছেন বলে জানান সজিব। তিনি বলেন, গানটির কথা ও সুর এক কথায় চমৎকার। শ্রোতারা এখন যে ধরনের গান শুনতে আগ্রহী এটি তেমন একটি গান। আমি বরাবরই চেষ্টা করি ভিন্ন কথা ও সুরের গান করতে।

ওসমান সজিব এই সময়ে স্টেজ শো নিয়েও ব্যস্ত সময় পার করছেন বলে জানান। তিনি বলেন, স্টেজ শো একজন শিল্পীর পথ চলাকে অনেক দূর নিয়ে যায়। স্টেজে শ্রোতাদের গান শোনানো আমি বেশ উপভোগ করি।