আজ বুধবার, ১২ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ

ওরা পাচারকারী

রাজধানীর দারুস সালাম হতে ৬ নারী ভিকমিটসহ নারী পাচারকারী চক্রের ৩ হোতাকে আটক করেছে র‌্যাব-২। বৃহস্পতিবার( ৬ ফেব্রুয়ারি)  সমিরুন নেছা টাওয়ার, বাসা নং-১০৬/১০৭ এর ১০ তালা বিল্ডিংয়ের ৬ষ্ঠ তালা হতে সংঘবদ্ধ মানব পাচারকারীর চক্রের হোতা  মোঃ হানিফ (৩২),  মোঃ মজিবুর রহমান (৪৫),  মোছাঃ রাবেয়া (৩৩) কে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানিয়েছে,  তারা দীর্ঘদিন যাবত এ পেশায় জড়িত।  তারা দেশের বিভিন্ন এলাকা হতে গরীব অসহায় বিভিন্ন বয়সের মেয়েদের সরলতার সুযোগ নিয়ে তাদেরকে উন্নত জীবন যাত্রা ও উচ্চ বেতনের চাকুরী দেয়ার প্রলোভন দেখিয়ে প্রথমে তাদেরকে ঢাকায় নিয়ে এসে অজ্ঞাত স্থানে আটকে রাখে। পরবর্তীতে তাদের সুবিধামত সময়ে সীমান্তবর্তী সাতক্ষিরা জেলার বর্ডার হয়ে ভারতে পতিতাবৃত্তি ও অসামাজিক কাজের জন্য পাচার করে থাকে ।

স্পন্সরেড আর্টিকেলঃ