সংবাদচর্চা রিপোর্ট:
দীর্ঘ ৭০ বছর পর আজ নারায়ণগঞ্জ টু কলকাতা যাত্রীবাহী জাহাজ সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। ঐতিহাসিক এ লঞ্চ সার্ভিস স্মরণীয় করে রাখার জন্য নারায়ণগঞ্জের পাগলাস্থ ভিআইপি ঘাটে (মেরিএন্ডারসন) জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, বিশেষ অতিথি ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ,বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পরিবহন সচিব আবদুস সামাদ। যে খানে নারায়ণগঞ্জ টু কলকাতা জাহাজ সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেটা নারায়ণগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের নির্বাচনী এলাকা। সেই অনুষ্ঠানের ব্যানারে শামীম ওসমানের নাম নেই। তাছাড়া শামীম ওসমান কে অনুষ্ঠানে দেখা যায় নি। আওয়ামীলীগ যে শামীম ওসমানকে মূল্যায়ন করে না তার প্রমাণ আজকের ঐতিহাসিক লঞ্জ সার্ভিসের উদ্বোধীন অনুষ্ঠান। কিছু তেলবাজ শামীম সমর্থকরা বলছে শামীম ওসমান থাকলে প্রশাসনের প্রয়োজন হয় না ।কিন্তু সেই প্রশাসন আজ শামীম ওসমান কে বাদ দিয়ে অনুষ্ঠান করছে। দিন যত যাচ্ছে বিতর্কীত নেতা শামীম ওসমানের অধপত তত বৃদ্ধি পাচ্ছে। তিনি নিজ ঘরে একা হয়েছে পড়েছেন। নারায়ণগঞ্জের আওয়ামীলীগের নেতৃবৃন্দ শামীম ওসমান কে এড়িয়ে চলার চেষ্টা করছে। জানা গেছে যারা শামীম বলয়ে রাজনীতি করছে তারা একদিন নিষ্ক্রিয় হয়ে পড়বেন।