আজ বৃহস্পতিবার, ১০ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এ্যাডঃ তৈমূর আলম খন্দকারের ৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে৭ সাত দিন ব্যাপী অনুষ্ঠানাদি

নিজস্ব প্রতিবেদক: প্রতি বৎসরের ন্যায় এবারও মজলুম জননেতা এ্যাডঃ তৈমূর আলম খন্দকারের ৬৫তম জন্ম বার্ষিকী উপলক্ষে  ১৯শে অক্টোবর থেকে ৩১শে অক্টোবর পর্যন্ত ৭ সাত দিন ব্যাপী অনুষ্ঠানাদি উৎযাপনের প্রস্তুতি উপলক্ষে ১২/১০/২০১৭ ইং তারিখে যাত্রামুড়ায় শামছুর রহমান বেনু খাঁনের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তব্য রাখেন (১) কামাল খান, (২) আফজাল হোসেন আজাদ, (৩) মোঃ ইদ্রিস আলী, (৪) এনামুল হক, (৫) মোঃ সুজন, (৬) মোঃ আমীর হোসেন, (৭) মোঃ আলম, (৮) আফজাল হোসেন কুট্টি, (৯) মোঃ বাদল, (১০) মোঃ সুমন, (১১) মোঃ সজীব প্রমূখ নেতৃবৃন্দ।

বক্তাগণ বলেন যে, বিএনপি সরকার ক্ষমতা থাকাবস্থায় আমাদের মজলুম জননেতা এ্যাডঃ তৈমূর আলম খন্দকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটর হিসাবে অনেক ছাত্রকে বিশ্ব বিদ্যালয়ে ভর্তি করাইয়াছেন, বিআরটিসির চেয়ারম্যান থাকাবস্থায় ১০০০ লোককে চাকুরী দিয়ে জেল খেটেছেন, যে গ্রামে গ্যাস ও বিদ্যুৎ ছিল না তার আশু সংযোগের ব্যবস্থা করেছেন, তিনটি এ্যাম্বুলেন্স প্রদান করেছেন, মসজীদ, মন্দির, গোরস্তান, শ্মসানের উন্নয়ন করেছেন, রাস্তা, তারাবো-রূপসী বন্যা প্রতিরোধ বাধ ভেঙ্গে যাওয়ায় বাধ নির্মাণ করেছে, প্রভৃতি যেখানে যা প্রয়োজন ছিল তারই সমাধান করেছেন বিধায় রূপগঞ্জের মানুষ তাকে চিরদিন মনে রাখবে। তাই প্রতি বৎসরের ন্যায় এবারও ১০ দিন ব্যাপী বিভিন্ন স্থানে আলোচনা সভা, মসজীদ, মাদ্রসায় ও এতিমখানায় দোয়া এবং ২১/১০/২০১৭ ইং তারিখে রূপসীর বাড়ীতে প্রতিবন্ধী ও দু:স্থদের মধ্যে শাড়ী, লুঙ্গি বিতরনের সিদ্ধান্ত গ্রহণ করে।

প্রতিবৎসর দৃর্ষ্টি প্রতিবন্ধীদের মধ্যে সাদা ছড়ি বিতরনের মাধ্যমে তার জন্মদিন উৎযাপিত হলেও এ বৎসর নভেম্বরের প্রথম সপ্তাহে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণের মাধ্যমে এ্যাডঃ তৈমূর আলম খন্দকার সহকর্মীদের সাথে নিয়ে সেখানে সময় কাটাবেন।