ফতুল্লার চাঞ্চল্যকর এসিড মামলার পলাতক আসামী ডাকাত রেহানকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার দুপুরে ফতুল্লা পাকিস্তান খাদ এলাকা থেকে রেহানকে গ্রেফতার করা হয়। রেহান ছাত্রলীগ নেতা মুন্নাকে এসিড নিক্ষেপ করে হত্যা চেষ্টা মামলার আসামী। রেহানের বিরুদ্ধে একাধিক মামলার ওয়ারেন্ট রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই তারেক পাকিস্তান খাদ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত রেহানকে গ্রেফতার করে। রেহানের বিরুদ্ধে দেলোয়ার হোসেনকে হত্যা চেষ্টা মামলার ওয়ারেন্ট রয়েছে। এছাড়া ফতুল্লার আলোচিত ছাত্রলীগ নেতা মুন্নাকে এসিড নিক্ষেপ করে হত্যা চেষ্টা মামলা ওয়ারেন্টভুক্ত আসামী। ছাত্রলীগ নেতা মুন্না হত্যা চেষ্টা মামলা বর্তমানে পিবিআইতে তদন্তনাধিন রয়েছে।
উল্লেখ্য, ২০১৮ সালে ১০ জানুয়ারি দীপ্তি ডাইং সংলগ্ন ইউনিয়ন পরিষদেও আওতাধিন রাস্তা দখলের প্রতিবাদ জানালে স্থানীয় যুবক দেলোয়ার হোসেনকে কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। সর্বশেষ গত বছরের ৩০ সেপ্টেম্বর রাতে পূর্বশত্রুতার জের ধওে ছাত্রলীগ নেতা মুন্নাকে কুপিয়ে এবং এসিড দিয়ে পুরিয়ে হত্যার চেষ্টা চালায়।