আজ শনিবার, ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এসপি হারুনকে আমি পছন্দ করতাম : সেলিম ওসমান

সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য একেএম সেলিম ওসমান সদ্য বিদায়ী পুলিশ সুপার হারুন অর রশীদকে পছন্দ করতেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, হারুন সাহেব আমার পছন্দের মানুষ ছিলেন। কিন্তু ওনি নারায়ণগঞ্জে থাকাকালীন সময়ে মানুষের মধ্য একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে, উত্তেজনাকর পরিস্থিতি ছিলো। পুলিশের ক্ষমতা আছে, পুলিশ ইচ্ছা করলে বাসর ঘরেও ঢুকতে পারবে। কিন্তু পুলিশের বুঝা উচিত বাসর ঘরে ঢোকা ঠিক হবে কিনা।

১৩ নভেম্বর (বুধবার) দুপুরে নারায়ণগঞ্জে করমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাংসদ সেলিম ওসমান আরও বলেন, এসপি হারুনও আমাকে পছন্দ করতেন। আমরা একে অপরের প্রশংসা করতাম। বারবার হানা বলে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, এটা নারায়ণগঞ্জের মানুষকে অস্থির করে তুলেছিলো। পুলিশ মানেই জনগণের বন্ধু কিন্তু পুলিশ মানেই ভীতিকর একটা অবস্থা সৃষ্টি হয়েছিলো।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রেহেনা আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি’র সভাপতি খালেদ হায়দার খান কাজল, সাবেক এমপি হোসনে আরা বাবলী, সাংসদ সেলিম ওসমানের সহধর্মিনী নাসরিন ওসমান, সাংসদ শামীম ওসমান পুত্র ওয়ন ওসমান প্রমুখ। নি.য়