আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এরশাদের ভক্ত-অন্ধ ভক্ত রয়েছেন। রাজনীতিতে এরশাদ ছিলেন জ্ঞানী, পারফেক্ট জেন্টলম্যান। তিনি ছিলেন একই বৃন্তে দুটি ফুল।’
শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির কাউন্সিলে অংশ নিয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এসময় জিএম কাদের, মশিউর রহমান রাঙ্গা, বি এম রুহুল আমিন হাওলাদার ও লিয়াকত হোসেন খোকা এমপি সহ জাতীয় পার্টির সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।
বক্তব্যে ওবায়দুল কাদের আরও বলেন, ‘১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির মিত্রতা। জাতীয় পার্টি আওয়ামী লীগকে সমর্থন জানিয়েছিল বলেই সরকার গঠন করতে পেরেছিলাম আমরা। জাতীয় পার্টির আমরা ভুলিনি।’
তিনি বলেন, ‘আগে সংসদ অধিবেশনে ফাইল ছোড়াছুড়ি, মারামারি, স্পিকারকে আক্রমণ করা হতো। জাতীয় পার্টি বিরোধী দলে থাকায় সংসদে এসব হয় না। জাতীয় পার্টি সংসদে এখন সঠিক ভূমিকা পালন করছে।’ ওবায়দুল কাদের বলেন, ‘জাতীয় পার্টি গঠনমূলক রাজনীতি করছে। এখন অগ্নিসন্ত্রাসের রাজনীতি হয় না। বিরোধী দল যত ঐক্যবদ্ধ থাকবে সরকার তত শক্তিশালী হবে।’ এছাড়া সম্মেলন সুন্দরভাবে আয়োজন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পার্টিকে ধন্যবাদ জানিয়েছেন বলে তিনি জানান।