অনলাইন রিপোর্ট:
নিজ নিজ মহল্লায় ঈদ-উল ফিতরের নামাজ আদায় শেষে সোমবার সকালে মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর জিয়ারত করেছেন জাতীয় পার্টির মহাসচিব ও বিরোধী দলীয় চীফ হুইপ মসিউর রহমান রাঙ্গা এমপি এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
সকালে রংপুরের গঙ্গাচড়ায় তাকিয়া মসজিদে নামাজ আদায় করেন জাতীয় পার্টির মহাসচিব, বিরোধী দলীয় চীফ হুইপ, রংপুর-১ আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।
অন্যদিকে রংপুর মহানগরীর খামারপাড়ায় মসজিদে ঈদের নামাজ আদায় করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। পরে তারা একত্রিত হয়ে নেতাকর্মীদের নিয়ে সামাজিক দূরত্ব মেনে জিয়ারত করতে যান পল্লী নিবাসে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা মরহুম রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের কবর।