আজ বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপি বাবুর নির্দেশে ইউপি চেয়ারম্যানের খাদ্য বিতরণ

সংবাদচর্চা রিপোর্ট:

নারায়ণগঞ্জ ২ আসনের ( আড়াইহাজার)  সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর নির্দেশে ব্রাহ্মন্দী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়া ও তার পরিবারের ব্যক্তিগত তহবিল থেকে উপজেলার অসহায় ও কর্মহীন চার হাজার পরিবারের বাড়িতে গিয়ে ত্রাণ সামগ্রী পৌছে দিচ্ছেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব লাক মিয়া জানান, তিনি করোনা সংকটে ব্রাহ্মন্দী ইউনিয়নসহ বিভিন্ন এলাকার অনেক শ্রমজীবী মানুষ বেকার হয়ে পড়েছেন। এ অবস্থায় কোনও নাগরিককে যাতে না খেয়ে মানবেতর জীবনযাপন করতে না হয় সেজন্য তাদের পরিবারের ব্যক্তিগত উদ্যোগে প্রাথমিকভাবে চার হাজার পরিবারের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। রোববার সকাল থেকে এসব খাদ্যসামগ্রী বিতরণ শুরু করা হয়।
ভাই ভাই স্পিনিং মিল চত্ত্বরে এসব খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আলহাজ লাক মিয়া। এসময় উপস্থিত ছিলেন ভাই ভাই স্পিনিং মিলের স্বত্ত্বাধিকারী আলহাজ নাসিম হারুন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির প্রমুখ