আজ বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

‘এমপি খোকা ক্ষমতার অপব্যবহার করছেন’

সংবাদচর্চা রিপোর্ট:

সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকাকে বিজয়ী করার লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন আওয়ামীলীগ নেতাকর্মীরা। শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে ইউনিয়নের মালীপাড়া ব্রাহ্মনবাওগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য সামসুদ্দিন খাঁন আবুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হাই, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত মোঃ শহিদ বাদল, নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক ডাঃ আবু জাফর চৌধুরী বিরু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সামসুল সলাম ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য মাহাফুজুর রহমান কালাম।

সভায় বক্তারা বলেন, ৪ দিন আগে নিয়ম বহির্ভূতভাবে এমপি লিয়াকত হোসেন খোকা এই তালতলায় লাঙল মার্কায় ভোট চাইতে এসেছিলেন। তিনি বাধার মুখে এখান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। তার সহধর্মিনী লাঙ্গলে ভোট চাইছেন। তিনি সাংসদের ক্ষমতার অপব্যবহার করছেন। প্রশাসনের কাছে প্রশ্ন, কেন তাকে প্রশ্রয় দেয়া হচ্ছে? বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া যোগ্য বিধায় তাকে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা নৌকার মনোনয়ন দিয়েছেন। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরকে আহবান জানাবো আপনারা নৌকাকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে নৌকাকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য এইচ এম মাসুদ দুলাল ও দীপক কুমার বনিক দিপু, সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, আহবায়ক কমিটির সদস্য আরিফ মাসুদ বাবু, রফিকুল ইসলাম নান্নু, মোহাম্মদ আলী হায়দার, মাসুদ রানা মানিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি রাশেদ উদ্দিন আহম্মেদ মঞ্জু, যুগ্ম সম্পাদক লিপন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক দেওয়ান শরীফ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকবর হোসেন নাহিদ, আওয়ামী লীগ নেতা দেওয়ান মোস্তাফিজুর রহমান ও আহসান হাবীব টিপু, জেলা তাঁতী লীগের সহ-সভাপতি দেওয়ান কামাল হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সোনারগাঁ পৌরসভার মেয়র প্রার্থী মোহাম্মদ হোসাইন, জামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুদ কবির, সাধারণ সম্পাদক সামছুল আলম, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুব পারভেজ, সনমান্দী ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ আলী, নোয়াগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ ভূঁইয়া, বারদী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শরীফ সরকার, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন জাকু, সাধারণ সম্পাদক মোমেন মিয়া, জামপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আলিম মিয়া, সাধারণ সম্পাদক রানা ভূঁইয়া সহ অনেকে।
উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর জামপুর ইউনিয়ন পরিষদের ভোট গ্রহণ। এ ইউনিয়নে নৌকা প্রতীকে লড়ছেন বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির ভূঁইয়া।