আজ বুধবার, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এমপি খোকার পক্ষে শুভেচ্ছা

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি’র ৭৩তম জন্মদিন উপলক্ষে তাকে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনের সংসদ সদস্য  লিয়াকত হোসেন খোকার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
এমপি লিয়াকত হোসেন খোকা দেশের বাইরে থাকায় সোমবার সন্ধ্যায় তার পক্ষ থেকে জাতীয় পার্টির প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম ও জাতীয় পার্টির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আবু নাইম ইকবালের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা রাজধানীর কাকরাইলে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে তাকে এ শুভেচ্ছা জানান।
এসময় জাপা চেয়ারম্যান জি এম কাদের লিয়াকত হোসেন খোকা এমপি ও সোনারগাঁ উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীদের ধন্যবাদ জানান।