আজ মঙ্গলবার, ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল শূন্য

২০১৯ সালের এইচএসসি ও সমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে আজ বুধবার (১৭ জুলাই) । এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। আর ৯০৯টি প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই পাস করেছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ‘রেজাল্ট’ কর্নারে ক্লিক করে ইআইআইএন নম্বর দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে। এ ছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে রেজাল্ট শিটের হার্ড কপি সংগ্রহ করা যাবে। তবে বোর্ড থেকে কোনো হার্ড কপি সরবরাহ করা হবে না। বৃহস্পতিবার থেকে সাত দিন পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।

সর্বশেষ সংবাদ