আজ শনিবার, ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এবার বেবি ডল নায়লা নাঈম

এবার বেবি ডল নায়লা নাঈম

এবার বেবি ডল নায়লা নাঈমসংবাদচর্চা ডটকম:

‘বেবি ডল’ শর্টফিল্মে দেখা যাবে অভিনেত্রী নায়লা নাঈমকে। গত ১৩ মার্চ থেকে শুটিং শুরু হওয়া এ স্বল্পদৈর্ঘ্যরে ‘বেবি ডল’ শিরোনামের গানে পারফর্ম করবেন তিনি। ১৬ মার্চ সাভারে ধারণ করা হবে এ গানের দৃশ্য।

এ বিষয়ে প্রিয়.কমকে নিশ্চিত করেছেন অভিনেত্রী নায়লা। স্বল্পদৈর্ঘ্যে এ ছবিতে ‘বেবি ডল’ চরিত্রেই অভিনয় করবেন নায়লা নাঈম। নায়লা বলেন, ‘এটি খুব ভালো বাজেটের একটি শর্টফিল্ম। খুবই ছোট একটি স্টোরি কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।’

গানের পাশাপাশি এ শর্টফিল্মের কিছু দৃশ্যেও অভিনয় করবেন তিনি। এতে নায়লার নাচের কোরিওগ্রাফি করবেন কোরিওগ্রাফার নিডো খান। নয়ন বাবু ও মিল্টনের যৌথ পরিচালনায় নির্মিত এ ছবিতে নায়লার সহশিল্পী হিসেবে আছেন আরেফিন জিলানী। এছাড়াও এতে আরও অভিনয় করছেন শামীম, অনুপম ও রেজওয়ান। নির্মাতা নয়ন বাবুকেও দেখা যাবে পুলিশের চরিত্রে। নয়ন বাবু বলেন, ‘আগামীকাল নায়লা নাঈমের শুটিংয়ের মাধ্যমে বেবি ডলের শুটিং শেষ হবে। এটি রিলিজ হবে পহেলা বৈশাখে।

’তিনি আরও জানান, স্বল্পদৈর্ঘ্যটি মূলত একটি নির্বাচন কেন্দ্রিক গল্প। এতে আরেফিন জিলানী অভিনয় করছেন মাস্তান চরিত্রে। নির্বাচনে একজন ক্ষমতাধর ব্যক্তি জয়লাভ করার জন্য হত্যাসহ নানান কর্মকা- চালান। সেই ব্যক্তির কয়েকজন সঙ্গী থাকেন। তাদের মধ্যেই একজন হচ্ছেন জিলানী। একপর্যায়ে জিলানীর সঙ্গে মন দেওয়া নেওয়া হয় নায়লা নাঈমের।