নিজস্ব প্রতিনিধি: জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের আচরনবিধির বিষয়ে কঠোর হচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এবার জাতীয় নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থী হলে তাকে আজীবনের জন্য দল থেকে বহিস্কার করা হবে বলে জানিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
গতকাল শুক্রবার রাতে গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদ, সংসদীয় দল এবং উপদেষ্টা পরিষদের যৌথসভায় শেখ হাসিনা বলেন, দলের পক্ষ থেকে যাকেই মনোনয়ন দেওয়া হবে, তার পক্ষে সবাইকে কাজ করতে হবে। যদি কেউ দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী প্রার্থী হয়, তাহলে পূর্বে ছাড় পেলেও এবার তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগ থেকে আজীবনের জন্য তাকে বহিস্কার করা হবে।
আওয়ামী লীগ সভাপতি বলেন, এবার মুখ দেখে নয় প্রত্যেকের আমলনামা অনুযায়ী মনোনয়ন দেওয়া হবে। এছাড়া জনবিচ্ছিন্ন এমপিরা দলীয় মনোনয়ন পাবেন না। শেষ মুহূর্তেও দলীয় মনোনয়ন পরিবর্তন করা হতে পারে।
সব আসনের দলীয় সংসদ সদস্য ও প্রার্থীদের সকল তথ্য হাতে এসেছে উল্লেখ করে শেখ হাসিনা জানান, শুক্রবার সকালে তিনি ২০টির মতো গোয়েন্দা ও জরিপ রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। এর আগেও ৬০ থেকে ৭০ টির মতো রিপোর্ট দেখছেন। যেসব মনোনয়ন প্রার্থী নিজেকে জাহির করতে দলীয় সংসদ সদস্যের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন, তাদের রিপোর্টও তার কাছে আছে বলে জানান। এ ধরনের কাউকেই মনোনয়ন না দেওয়ার বিষয়ে কঠোর মনোভাব দেখান দলের সভাপতি।

