এবার করোনা ভাইরাসের ফলে কর্মহীন নিম্ন আয়ের ১২ হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও এসবি ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী আব্দুল করিম বাবু।
শনিবার(২৩ মে) সকালে নাসিক ১৭নং ওয়ার্ডস্থ আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ সামগ্রী বিতরণ করেন তিনি। ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা।
এসময় এড. খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হিসেবে বলতে চাই, নারায়ণগঞ্জ মহানগরে যতজন কাউন্সিলর আছে তারমধ্যে সবচেয়ে বেশি ত্রাণ বিতরণ করেছে কাউন্সিলর বাবু। আমার জানামতে ত্রাণ বিতরণের জন্য বাবু তার একটি জায়গা বিক্রি করে দিয়েছে। বাবু’র বাবা অকাতরে দান করতেন।যতদিন পর্যন্ত এ করোনা ভাইরাস থাকবে ততদিন পর্যন্ত ত্রাণ সামগ্রী বিতরণ যাতে অব্যাহত থাকে সেই নির্দেশ দিয়েছেন কাউন্সিলর বাবু’র মা। আমি এলাকাবাসীকে বলতে চাই, আপনারা বারবার বাবুকে নির্বাচিত করবেন । বাবুকে নির্বাচিত করলে আপনাদের বিপদে-আপদে সবসময় বাবু আপনাদের পাশে থাকবে।
নাসিক কাউন্সিলর আব্দুল করিম বাবু বলেন, মানব সেবা পরম সেবা। তাদেরকে আজ খুশি করতে পেরেছি বলেই আজকে তারা আমাকে ‘খাবারের ফেরিওয়ালা’ নামে ভূষিত করেছেন, সেজন্য এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। যতদিন এ মহামারী করোনার প্রকোপ শেষ না হবে ততদিন পর্যন্ত আমার এই কার্যক্রম চলতে থাকবে। আমি আমার এলাকাবাসীকে আশ^স্ত করতে চাই , আমি বাবু বেঁচে থাকা পর্যন্ত আমার একটি এলাকাবাসি না খেয়ে মারা যাবেনা। সবাই ঘরে থাকুন,সুস্থ থাকুন।