নবকুমার:
রূপগঞ্জ উপজেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ১৬৫ কোটি টাকার বাজেট প্রস্তব করা হয়েছে। মঙ্গলবার ( ২৮ মে) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ বাজেট প্রস্তাব করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক। তিনি বলেন, এবারের বাজেট গণমুখী বাজেট। এই বাজেটের মাধ্যমে গ্রাম হবে শহর। কর্মসংস্থান সৃষ্টি অবকাঠামোগত উন্নয়ন সহ সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যার সাহসী নেতৃত্বে বাংলাদেশ আজ সারা বিশ্বের উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শেখ হাসিনার কাছে উন্নয়নের পরামর্শ নিচ্ছে। এটার জন্য আমরা সমগ্র বাঙালি জাতি গর্বিত।
মন্ত্রী বলেন,সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে রূপগঞ্জে । যে সকল কাজ বাদ আছে নতুন অর্থ বছরে করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম সহ অনেকে।