আজ সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

এনামুলের মৃত্যুতে আব্দুল হাইয়ের শোক

সংবাদচর্চা রিপোর্ট:

রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল হক ভুইয়ার মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই। এক শোক বার্তায় তিনি বলেন, এনামুল হক ভুইয়া রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারি ছিলেন। তিনি কর্মীবান্ধব ছিলেন এবং সততার সাথে দায়িত্ব পালন করেছেন। তার অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আল্লাহ যেনো তাকে বেহেস্ত নসিব করেন।

প্রসঙ্গত এনামুল হক ভুঁইয়া দাউদপুর ইউনিয়নের আমদিয়া এলাকার হাকিম উদ্দিন ভুঁইয়ার ছে‌লে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে আমদিয়া কৃষক শ্রমিক উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তার লাশ স্থানীয় সামাজিক গোরস্থানে দাফন করা হয় ।