নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আগে কর্মীরা ত্যাগের জন্য রাজনীতি করতো, আর এখন ভোগের জন্য। পদ পদবী কি বুঝতো না, দলের স্বার্থে নিরলস কাজ করে যেতো। আর এখন আগেই পদের চিন্তা করে। এখন রাজনীতি কতটুকু আছে বুঝি না, শুধু বুঝি মানুষের কল্যাণে কাজ করাই রাজনীতি। গতকাল সোমাবার বিকালে নগরীর উত্তর চাষাড়া জামে মসজিদে শহর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ারের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পারিবারিক আয়োজনে এক মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান প্রয়াত গোলাম সারোয়ারের আত্মার মাগফেরাত কামনা করে বলেন, আমার সাথে সারোয়ারের বয়সের পার্থক্য বেশি না হলেও আমি ওকে সন্তানের মতোই ভালবাসতাম। দলের স্বার্থে কঠোর পরিশ্রম করেছে। ওর মতো কর্মী এখন পাওয়া দুস্কর।
মিলাদ মাহফিলে আরও উপস্থিত ছিলেন-মহানগর আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, ফতুল্লা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম শওকত আলী, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশিদ, শহর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, কাউন্সিলর ও প্যানেল মেয়র মতিউর রহমান মতি, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।