আজ বৃহস্পতিবার, ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এখন আর ‘ঈদের পর’ বলে না বিএনপি

সংবাদচর্চা রিপোর্ট
নেতাকর্মীদের আন্দোলনমূখী করতে নানা চেষ্টা করেছে বিএনপি। কেন্দ্র থেকে কর্মসূচী ঘোষণা করে চাঙ্গা করতে চেয়েছে মাঠ। তবে লাভ হয়নি তেমনটা। বরং দিনকে দিন ঝিমিয়ে পড়ছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ দিন ক্ষমতার বাইরে থাকায় এ দলের কেন্দ্র থেকে স্থানীয় পর্যায়ের কতিপয় নেতা সরকারী দলের সাথে সখ্য গড়ে তুলেছেন। তাই নতুন করে জোরালো কোন কর্মসূচী দেয়ার মতো শক্তি ফিরে পাচ্ছে না একাধিকবার ক্ষমতায় থাকা এ রাজনৈতিক দল। অতীতে তারা বহুবার ঈদের পর থেকে আন্দোলন শুরু হবে বললেও এখন সেই কথাও বলেন না।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি আবুল কালাম আজাদ বিশ্বাস অনেক দিন ধরেই আওয়ামীলীগের নেতাদের সাথে উঠবস করেন। স্থানীয় প্রভাবশালী এমপি শামীম ওসমানের সাথে তার এত সখ্য যে, তিনি তার ডাকে আওয়ামীলীগের মঞ্চে উঠে বক্তৃতা দেন। এমনকি নিজ দলের অবস্থান থেকে সরে গিয়ে সরকার দলের ও এমপির প্রশংসা করেন। একই অবস্থা মহানগর বিএনপির সহ সভাপতি ও বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলেরও। এছাড়া মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শওকত হাসেম শকু, ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মনিরুল আলম সেন্টুও বিএনপি করে আওয়ামীলীগে হাটেন। এসব অভিযোগের পাশাপাশি এ দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের অভিযোগ, জেলার সব জায়গায়ই অনেক বিএনপি নেতা ক্ষমতাসীনদের সাথে মিলে মিশে চলেন। তারা এখন আর দলীয় কর্মসূচীতে যেতে তেমন আগ্রহ দেখান না।
জেলা বিএনপির একজন নেতা জানান, এমন বিএনপি নেতা আছেন যারা নিয়মিত আওয়ামীলীগের নেতাদের সাথে ব্যবসা বাণিজ্য করে লাভবান হচ্ছেন। ওই নেতা ক্ষুব্দ কন্ঠে বলেন, আবার যদি কোন দিন বিএনপি ক্ষমতায় আসে তষনও দেখা যাবে এই দালাল নেতারাই সুবিধা পাচ্ছে বেশী। অতীতে এমন ঘটনা ঘটেছে বলে জানান তিনি।
ফতুল্লা থানা বিএনপির একজন নেতা জানান, অন্য দল থেকে বিএনপিতে যোগ দিয়ে পরে দলের ত্যাগী নেতাদের দূরে সরিয়ে দিয়েছে একজন সাবেক এমপি। এমনকি দলের নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা পর্যন্ত হয়েছে তার মদদে। ওই রাজনীতিক এমপি থাকাকালে একজন শিল্পপতির বিরুদ্ধে চেইন ছিনতাইয়ের মামলা পর্যন্ত দিয়েছে। থানা বিএনপির ওই নেতা আক্ষেপ করে বলেন, এ কারনে এখন দুঃসময়ে অনেক ত্যাগী নেতাও পিছিয়ে রয়েছেন। তারা ভালো করেই জানেন, এখন আন্দোলন সংগ্রাম করে কষ্ট স্বীকার করলেও দল ক্ষমতায় এলে টাকাওয়ালাদের খুঁজে পদ দেয়া হয়।
মহানগর বিএনপির একজন নেতা বলেন, ২০০১ এর বিএনপি আমলে ক্লিন হার্ট অপারেশনের সময়ে কতিপয় নেতার ইঙ্গিতে নারায়ণগঞ্জের ত্যাগী কিছু নেতাকে গ্রেপ্তার করা হয়েছিলো। যারা ইঙ্গিত দিয়েছেন, তারা ওই নেতাদের লাঞ্ছিত করতেও বলে দিয়েছিলেন। ওই সময়ে ক্রসফায়ারে নিহত হয় যুবদলের নেতা মমিনউল্লাহ ডেবিড। তবে প্রতি বছর ডেবিডের মুত্যৃবার্ষিকীতে এখন বিএনপি নেতারাই তার কবরে ফুল দেয়। কোন কোন বিএনপি নেতা আক্ষেপ করে বলেন, দলের প্রয়োজনে ডেবিডরা অনেক করেছে। তাদের জিজ্ঞাসা, শুধুমাত্র ডেবিড একাই সন্ত্রাসী ? এমন অভিযোগতো স্থানীয় ও কেন্দ্রের অনেক নেতার বিরুদ্ধেও আছে। এ সময়ে কেউ কেউ বলেন, আওয়ামীলীগ থেকে রাজনীতি শিখতে হবে বিএনপিকে।
রাজনীতি বিশ্লেষকদের মতে, ২০০১ এ ক্ষমতায় এসে বিএনপি বড় কয়েকটি ভুল করেছে। নিজের দলের অনেক নেতার সাথে যেমন সে ভুল হয়েছে তেমনি তষনকার বিরোধী দলের নেতাদেরও সাথে। এরমধ্যে ২১ আগস্ট গ্রেন্ডে হামলা অন্যতম। তাদের মতে, এসব কারন যেমন রয়েছে তেমনি সরকার দলের কৌশলের কাছে বার বার মার খেয়েছে বিএনপি। সেই সাথে ক্ষমতাসীনদের ক্ষমতার সাথেও পেরে উঠছে না তারা। আর তাই নতুন করে দাঁড়াতে পারছে না অন্যতম বৃহত এ রাজনৈতিক দলটি। অতীতে ঈদের পর আন্দোলন করার ঘোষণা দিলেও এখন আর সে কথাও বলে না এ এ দলের নেতারা।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি মশিউর রহমান রনি বলেন, এখনও আন্দোলনের বিষয়ে কেন্দ্র থেকে কোন নির্দেশনা দেয়া হয়নি। এখন আমাদের দল গোছানোর সময়। কেন্দ্র থেকে নির্দেশ দেয়া হয়েছে, যারা রাজপথে আন্দোলন করতে গিয়ে হামলা-মামলার শিকার হয়েছে প্রথমে সেই মামলাগুলোর জামিন করাতে হবে। তিনি আরও বলেন, এই সরকার প্রশাসন দিয়ে দল ক্ষমতায় এনেছে। তাই আন্দোলন ছাড়া আর কোন বিকল্প রাস্তা নেই।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সভাপতি সাহেদ আহমেদ বলেন, আমরা ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলন সংগ্রামে কখনোই পিছপা হইনি আর ভবিষ্যতেও হবোনা। দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির পক্ষে আমাদের অনেক কাজ বাকি আছে। এই ছাত্রদল নেতার মতে, এক সাথে সুসংগঠিত হয়ে আন্দোলন ছাড়া বিকল্প কোন রাস্তা নেই।