সংবাদচর্চা রিপোর্ট:
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, এক শ্রেণির লোক আছে, যারা ভোগের জন্য রাজনীতি করে। তারা মানুষকে বিমুখী পথ দেখায়। জেলা পরিষদ দীর্ঘদিন পর মানুষের সেবা করার জন্য কাজ শুরু করেছে। মুত্যুর পর মানুষ যেন স্মরণ ও দোয়া করে সেভাবে কাজ করে যাচ্ছি। পৃথিবীতে মানুষকে শান্তি দিতে চাই, মৃত্যুর পর যেন পরকালে শান্তিতে থাকতে পারি।’
মঙ্গলবার (৬ নভেম্বর) সকাল ১১টায় সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের আর্দশনগরের মোড় হইতে ওয়াস করণী কবরস্থান পর্যন্ত এইচ বিবি দ্বারা রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের কল্যানে রাজনীতি করেন। তার সাথে আমরাও করি। জেলা পরিষদও মানুষের কল্যানে কাজ করে।
তিনি আরো বলেন, ‘দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার সরকারের কোন বিকল্প নেই। দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে শেখ হাসিনার সরকার বারবার দরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের কাছে মডেল রাষ্ট্র হিসেবে পরিচিত পেয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জন্য উন্নয়নের কাজ করেন।’
উদ্বোধন শেষে এলাকা পরিদর্শনের সময় আনোয়ার হোসেন এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে বলেন, বর্তমান আর্দশ নগরের রাস্তাটি নির্মাণ হোক। আরো যতটুকু রাস্তা শহীদনগর ও দৌলতপুরের বাকি আছে জনগণের স্বার্থে করে দেয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মোস্তফা চৌধুরী, কুতুবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মো. জামান মিয়া, কুতুবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম শাহীন সরকার, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ওয়াস করণী কবরস্থান পরিচালনা কমিটির প্রধান উপদেস্টা আব্দুল খালেক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নিশাদ, ওয়াস করণী কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি বারেক ভান্ডারী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন, আওয়ামীলীগ নেতা মোস্তফা, জেলা পরিষদের সিনিয়র সহকারি প্রকৌশলী ইঞ্জিনিয়ার ইরাজ উদ্দিন দেওয়ান ও উপ সহকারি প্রকৌশলী ওলি উল্লাহ প্রমুখ।