আজ শুক্রবার, ৪ঠা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে বেশ দাপটের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতে নিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে এক ম্যাচ হাতে রেখে একদিনের সিরিজ নিজেদের করে নিলো তামিম বাহিনী। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সফরকারীদের ৮৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।

৩০৭ রানের পাহাড়সম টার্গেটে ব্যাট করতে নেমে ৪৫.১ ওভারে ২১৮ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। এতে ৮৮ রানের বিশাল জয় পায় বাংলাদেশ। একই সঙ্গে এক ম্যাচ হাতে রেখেই ২-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো টাইগাররা।