আজ রবিবার, ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এক বসন্তের কোকিল এসেছে: দীপু ভুঁইয়া

টি.আই.আরিফ:
বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়া বলেছেন, আমরা মাঠ ছেড়ে যাইনি। দীর্ঘ ১৭ বছর যাবত মাঠে আছি। আমাদের কর্মীরা আটক হলে তাদেরকে ছুটাতে কোর্টে হাজির হয়েছি। এখন এক বসন্তের কোকিল এসেছে। উনি অন্য দলের লোক নিয়ে দল ভারী করছেন। সবাই বসন্তের কোকিল হতে সাবধান। শনিবার  রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে রূপগঞ্জের পূর্বাচলের রাজউক মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
দীপু ভুঁইয়া আরও বলেন, রূপগঞ্জে প্লট বরাদ্দ নিয়ে দুর্নীতি হয়েছে। যারা প্লট পাইনি আমরা তাদেরকে প্লট দেওয়ার ব্যবস্থা করবো। অন্তর্বতী সরকারকে বলবো দ্রুত নির্বাচন দিন।
সমাবেশে সভাপতিত্ব করেন রূপগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান।
সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধাণর সম্পাদক আলহাজ্ব বাছির উদ্দিন বাচ্চু, বিএনপি নেতা আব্দুল আজিজ মাস্টার, আনোয়ার সাদাত সায়েম, নূরুন্নবী ভুঁইয়া, হাজী সেলিম, সৈয়দ সিরাজুল ইসলাম, শামিম ভুঁইয়া, আব্দুর রফিক ভুইঁয়া, মফিজুল ইসলাম, এডভোকেট আব্দুস সাত্তার, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি এডভোকেট মোস্তাফিজুর রহমান, রূপগঞ্জ উপজেলা মহিলাদল নেত্রী সানজিদা সেলিনা প্রমুখ।