আজ বুধবার, ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

এক নজরে ঢাকা দক্ষিণে বিজয়ী হলেন যারা

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন গতকাল শনিবার শেষ হয়েছে। নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বিজয়ী হয়েছে । আর অধিকাংশ কাউন্সিলর পদে জয় পেয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা।

দক্ষিণে কাউন্সিলর যারা হয়েছে : ওয়ার্ড-৪ (দক্ষিণ): মো. জাহাঙ্গীর হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬ (দক্ষিণ): সিরাজুল ইসলাম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৭ (দক্ষিণ): সামসুল হুদা (বিএনপি), ওয়ার্ড-৯ (দক্ষিণ): মো. মোজাম্মেল হক (আওয়ামী লীগ), ওয়ার্ড-১১ (দক্ষিণ): মির্জা আসলাম আসিফ (বিএনপি), ওয়ার্ড-১৪ (দক্ষিণ): ইলিয়াসুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-১৫ (দক্ষিণ): রফিকুল ইসলাম বাবলা (আওয়ামী লীগ), ওয়ার্ড-২২ (দক্ষিণ): জিন্নাত আলী (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৩ (দক্ষিণ): মকবুল হোসেন (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৪ (দক্ষিণ): মোকাদ্দেস জাহিদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৬ (দক্ষিণ): হাসিবুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৭ (দক্ষিণ): ওমর বিন আজিজ (আওয়ামী লীগ), ওয়ার্ড-২৮ (দক্ষিণ): কামাল উদ্দিন (স্বতন্ত্র), ওয়ার্ড-২৯ (দক্ষিণ): জাহাঙ্গীর বাবুল (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩০ (দক্ষিণ): ইরফান সেলিম (স্বতন্ত্র), ওয়ার্ড-৩১ (দক্ষিণ): জুবায়ের আদেল (স্বতন্ত্র), ওয়ার্ড-৩২ (দক্ষিণ): আ. মান্নান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৩ (দক্ষিণ): আলাল হোসেন (স্বতন্ত্র), ওয়ার্ড-৩৪ (দক্ষিণ): মো. মামুন (স্বতন্ত্র), ওয়ার্ড-৩৭ (দক্ষিণ): মো. আব্দুুর রহমান মিয়াজী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৮ (দক্ষিণ): আহমেদ ইমতিয়াজ মন্নাফী (আওয়ামী লীগ), ওয়ার্ড-৩৯ (দক্ষিণ): রোকন উদ্দিন আহমেদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪০ (দক্ষিণ): আবুল কালাম আজাদ (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪১ (দক্ষিণ): সারোয়ার আলো (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪২ (দক্ষিণ): মো. সেলিম (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৪ (দক্ষিণ): মো. নিজাম উদ্দিন (আওয়ামী লীগ), ওয়ার্ড-৪৯ (দক্ষিণ): বাদল সরদার (বিএনপি), ওয়ার্ড-৫০ (দক্ষিণ): মাসুম মোল্লা (আওয়ামী লীগ), ওয়ার্ড-৫১ (দক্ষিণ): কাজী হাবিবুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬৪ (দক্ষিণ): মাসুদুর রহমান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬৫ (দক্ষিণ): সামসুদ্দীন ভূইয়া (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬৬ (দক্ষিণ): মতিন সাউদ (স্বতন্ত্র), ওয়ার্ড-৬৭ (দক্ষিণ): মো. ইব্রাহীম (স্বতন্ত্র), ওয়ার্ড-৬৮ (দক্ষিণ): মাহমুদুল হাসান (আওয়ামী লীগ), ওয়ার্ড-৬৯ (দক্ষিণ): সালাউদ্দিন আহমেদ (স্বতন্ত্র)।

সর্বশেষ সংবাদ