আজ শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

একুশে মে ভারতে বিরোধী দলের প্রধানমন্ত্রী প্রার্থী ঘোষণা

অনলাইন রিপোর্ট:

ভারতের বিরোধী দলীয় জোট তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন সে বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে ২১ মে বৈঠকে বসবে। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী ও তেলেগু দেশ পার্টির নেতা চন্দ্রবাবু নাইডু এ তথ্য জানিয়েছেন।

ভারতের লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হবে ২৩ মে। বুধবার চন্দ্রবাবু নাইডু জানিয়েছেন, আগামী ২১ মে বিরোধী জোটের বৈঠকে প্রধানমন্ত্রী কে হবেন সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, বিরোধী দলীয় নেতারা নতুন পোশাকে প্রধানমন্ত্রী পদের জন্য প্রস্তুত এবং তারা ২৩ মের পর সেই পোশাক ছিঁড়ে ফেলতে বাধ্য হবে।
মোদির এই বক্তব্যের সমালোচনা করে নাইডু বলেছেন, প্রধানমন্ত্রী মোদি এমন মন্তব্য করে তার পদের অসম্মান করেছেন।

সূত্র: দ্য নিউজ মিনিট